Display

LED মুভিং ডিসপ্লে বানান খুব সহজে

LED মুভিং ডিসপ্লে বানান খুব সহজে:

আমরা বিভিন্ন সময় মার্কেট, শপিং মল, বা দোকানে LED মুভিং ডিসপ্লে দেখে থাকি । দেখতে আনেক ভাল লাগে
কারন উজ্জলতা ও দূর থেকে পড়তে ও দেখতে সুন্দর । আজ আমি সেই ডিসপ্লে সার্কিট টি যথা সম্ভব সহজ ও স্বল্প
মূল্যে কিভাবে তৈয়ার করতে যায় তা দেখাব। আর যারা Proteus ব্যবহার করতে পারেন তারা এখনি চেক করতে
পারবেন সার্কিট এর মজা ।

সহজেই বানিয়ে ফেলুন LED মুভিং ডিসপ্লে

শুরু করা যাক। নিচের সার্কিট টি লক্ষ করুন ।

 

এখানে মূলত ১ টি মাইক্রোকন্ট্রোল PIC16F84A ৬ টি শিফট রেজিস্তর 74LS164 IC , ৮ টি 2N222
tranjistor,৬ টি 8×8 dot matrix display, ১ টি ক্রিস্টাল ও কিছু রেজিস্তর ও কেপাছিটর
ব্যবহার করা হয়েছে ।

আসুন প্রথমে 74LS164 IC টির ব্যপারে জানি ও মজার কিছু প্রোজেক্ট করি । এটি একটি TTL IC,এটি LS
জায়গায় HC,HS,MC হতে পারে। একে বলা হয় 8 bit sireal in paralal out shift
rasistor. অর্থাৎ একে সিরিয়াল ডাটা দিলে সে প্যারালাল ডাটা আউট করতে পারে ।

TTL IC চালানোর জন্য ৫ ভোল্ট এর বেশি দেওয়া যাবে না ।

আসুন এর পিন গুলুর কার্যক্রম দেখি ।

 

১ ও ২ নং পিন ডাটা ইনপুট।

৮ নং পিন ক্লক পালস ইনপুট।

৯ নং পিন মাস্টার ক্লিয়ার (রিসে…

৭ নং পিন গ্রাউনড ।

১৪ নং পিন পজিটিভ (৫ ভোল্ট)।

৩,৪,৫,৬,১০,১১,১২,১৩, আউট পুট।

এখন ১ ও ২ নং (ডাটা) পিনে পজিটিভ (হাই) করে যদি ৮ নং পিনে পালস অর্থাৎ হাই করে আবার লো করা হয় তা হলে ১ম আউট পুটে হাই আউট হবে।

একই নিয়মে যদি (ডাটা) পিনে লো করে পালস দেই তাহলে প্রথম ডাটা টি ২নং আউট পিনে চলে যাবে এবং বর্তমান লো ডাটা টি ১ নং আউট পিনে যাবে।

এই ভাবে পালস এর সাথে যে ধরনের ডাটা দিবেন ঠিকই ধারাবাহিক ভাবে ৩,৪,৫,৬,১০,১১,১২,১৩ বের হতে থাকবে । ৯ নং পিন কে লো করলে এইসি

রিসেট হয়ে যাবে । নিচের সার্কিট টি লক্ষ করুন । এটি একটি মজার পেইন্ট ব্রাশ ইফেক্ট নাইট রাইডার লাইট । এটি দিয়ে অনেকে সাইন বোর্ড, ও বিল বোর্ড

বানায় ।

আর যারা Proteus ব্যবহার করতে পারেন তারা এখনি চেক করতে ছিমোলেট করতে পারবেন । ডাউনলোড করুন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *